শসা শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ উপযোগী। এতে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা ত্বককে পুষ্টি জোগায়। ত্বক পরিষ্কার করতে সাহায্য করে শসা। এ ছাড়া ত্বকের আর্দ্রতা ফেরাতেও সাহায্য করে শসা।
মুখ পরিষ্কারের জন্য রাসায়নিক পণ্য ব্যবহার করতে না চাইলে শসাই আদর্শ। শসার রসে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে কিছুক্ষণ ঘষতে হবে।
তারপর সাধারণ জলে ধুয়ে নিতে মুখ। অ্যালোভেরা সব রকম ত্বকের জন্য উপযুক্ত তাই মুখ ধোয়ার জন্য এটা ভালো বিকল্প হতে পারে
ব্রণর সমস্যা রয়েছে? জানেন কি শসার ফেস মাস্ক ব্রণ নিরাময়ে ম্যাজিকের মতো কাজ করেয এই মাস্ক তৈরি করতে লাগবে ২ ফোঁটা টি ট্রি অয়েল এবং ১ কাপ শসার রস।
প্রথমে ১ কাপ শসার রসে ২ ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যস, ফেস মাস্ক তৌরি। এবার ব্রণের উপর এটা লাগাতে হবে।
এই ফেস মাস্কের বিশেষত্ব হল, এটা ত্বক শুষ্ক না করেই ব্রেকআউট কমায়। তবে মাথায় রাখতে হবে, টি ট্রি অয়েল পাতলা না করে ত্বকে লাগানো উচিত নয়।
ত্বক সুস্থ রাখতে টোনার ব্যবহার করা উচিত। শসা দিয়ে খুব সহজে বাড়িতেই টোনার তৈরি করে নেওয়া যায়। প্রথমে শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে।
একটা প্যানে জল নিতে তাতে দিতে হবে শসার টুকরো। অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট ফুটুক। তারপর ঠান্ডা করে মিক্সারে পিষে নিতে হবে।
এ বার ছাঁকনি নিয়ে ছেঁকে নিতে হবে শসার রস। চাইলে এতে সামান্য গোলাপ জল বা উইচ হ্যাজেলও দেওয়া যায়। ব্যস, টোনার তৈরি।