24 March, 2024
রোদে পুড়ছে ত্বক? শসাতেই কাজ হবে!
credit: Pinterest
TV9 Bangla
শসা কেবল আমাদের শরীরকেই ঠান্ডা রাখে না, আমাদের ত্বককেও রাখে সুন্দর। ত্বকের যত্নে শসার রস ব্যবহার করতে পারেন নিয়মিত।
এতে ত্বক হাইড্রেটেড এবং দাগমুক্ত থাকবে। প্রাকৃতিক উজ্জ্বলতাও ভর করবে ত্বকজুড়ে। জেনে নিন কোন কোন উপায়ে ত্বকে ব্যবহার করবেন শসার রস।
রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শসা। শসা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
শসার রসের সঙ্গে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
লেবুতে থাকা ভিটামিন সি এবং শসার কুলিং এফেক্ট ত্বককে উজ্জ্বল করে তুলবে। পাশাপাশি ভিতর থেকে ঠান্ডা রাখবেষ
শসার রসে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এক চিমটি হলুদ ও দইয়ের সঙ্গে শসার রস মিশিয়ে নিন।
এই পেস্টটি ত্বকের দাগযুক্ত স্থানে লাগান এবং ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে।
চোখের উপরে শসার টুকরো রাখুন এবং ১৫ মিনিটের জন্য বিশ্রাম নিন। শসার শীতল প্রভাব চোখের ফোলাভাব এবং ডার্ক সার্কেল কমাবে।
আরও পড়ুন