24 March, 2024

৭ দিনেই বন্ধ চুল পড়া, জানুন এই তেলের কামাল

credit: Pinterest

TV9 Bangla

রসুন শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুলের জন্যও ভীষণ উপকারী রসুন। জেনে নিন কীভাবে রসুন ব্যবহার করলে কাজ হবে।

রসুনের তেল নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়া দূর করে। এক টেবিল চামচ রসুনের রসের সঙ্গে আধ কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন।

হালকা গরম হয়ে আসলে এটি স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে নিন। এক ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় এটি চুলে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি স্ক্যাল্পে ম্যাসাজ করুন। স্নানের আগে চুলে এটি লাগিয়ে নিন।

কিছুসময় এটি মাথায় রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। আর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

চুল পড়া রোধের একটি ভালো পদ্ধতি হলো কাঁচা রসুনের সিরাম ব্যবহার করা। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন।

এ বার একটি তুলোর বলের সাহায্যে সেটি স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান। এভাবে কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন।

 ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পাওয়ার জন্য এটি প্রতি রাতে ব্যবহার করুন।