25 February 2024
ঘি দিয়েই করুন ত্বকের যত্ন
credit: Pinterest
TV9 Bangla
খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ঘি। শরীরের জন্যও ভীষণ উপকারী ঘি। শুধু তাই-ই নয়,ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য।
ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ত্বকে ঘি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এ বার জেনে নিন কীভাবে ঘি খেলে মিলবে উপকার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাতে সামান্য ঘি নিয়ে পাঁচ মিনিট মুখে হালকা ম্যাসাজ করুন।
এ বার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল করে। ত্বকে সুন্দর জেল্লাও ফেরে এতে।
প্রতিদিন স্নানের সময় ঘি দিয়ে পুরো শরীর ম্যাসাজ করুন। এ বার হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শীতের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
প্রাকৃতিক এই উপাদান বয়সের ছাপ দূর করতে বেশ কার্যকর। ঘি দিয়ে ম্যাসাজ করলে ত্বকের বলিরেখা ও কুঁচকানো ভাব দূর হয়।
ঘিয়ের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এ বার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও মসৃণ করবে।
ঘুমানোর আগে ঠোঁটে ঘি দিয়ে ম্যাসাজ করুন। মাত্র এক সপ্তাহের মধ্যে এটি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁট নরম ও মসৃণ হবে।
আরও পড়ুন