04 February 2024

ত্বকের হাজার সমস্যা মেটান গ্রিন টি দিয়ে

credit: Pinterest

TV9 Bangla

 গত কয়েক বছরে ক্রমশ বেড়েছে গ্রিন টি-র জনপ্রিয়তা। মূলত মেদ ঝরানোর নামে তরুণ প্রজন্ম এই চায়ের প্রতি ঝুঁকেছে। শুধু গ্রিন টি পান করলেই যে শরীর দারুন ছিপছিপে হয়ে যাবে তা কিন্তু নয়।

 তবে গ্রিন টি-র বেশ কিছু উপকারিতা রয়েছে। এই বিশেষ চা ত্বকের যত্নেও খুবই উপকারী। আসুন জেনে নেওয়া যাক এর উপকারিতা

যে কোনও ধরনের ত্বকের জন্যই গ্রিন টি ব্যবহার করা যেতে পারে। কিছু সহজ উপায়ে গ্রিন টি ব্যবহার করলে উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।

আসলে গ্রিন টি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। পিগমেন্টেশন সমস্যা কমাতে সাহায্য করে এই বিশেষ চা।

মুখে কোনও ফোলা ভাবও কমাতে পারেন। অতিরিক্ত তৈলাক্ততা থেকেও রক্ষা করতে পারে। অকালবার্ধক্যের সমস্যা থেকেও ত্বক রক্ষা করতে পারে এই চা।

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। ১ চা চামচ মধু ও ১ চা চামচ গ্রিন টি নিন। এ বার তা জলে ফুটিয়ে নিন।

 মিশ্রণটি ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণের সঙ্গে প্রয়োজনে নারকেল তেলও মিশিয়ে নেওয়া যেতে পারে।

তৈলাক্ত ত্বকের জন্য এই মিশ্রণে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে তাহলেই কোনও সমস্যা হবে না। সপ্তাহে দু' থেকে তিনদিন এটি ব্যবহার করে দেখুন।