ঘরের নানা সমস্যা দূর করতে কাজে লাগান হেয়ার কন্ডিশনার

24 September 2023

চকচকে সুন্দর চুল পেতে, কন্ডিশনার ব্যবহার করেন অনেকেই। চুল নরম করার পাশাপাশি, চুলকে মজবুত ও সুন্দর করতেও সাহায্য করে এটি

তবে শুধু চুলের যত্নেই নয়, এই কন্ডিশনারকে কাজে লাগতে পারেন আরও অনেক কাজে। জানুন কীভাবে গৃহস্থলীর অন্যান্য কাজে এটিকে ব্যবহার করবেন...

রূপোর গয়না অনেক সময় থেকে থেকে কালো পড়ে যায় এবং উজ্জ্বলতা হারাতে থাকে। এক্ষেত্রে, রূপোর গয়নায় কন্ডিশনার লাগান এবং নরম কাপড় দিয়ে আলতো করে ঘষুন

 দেখবেন আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। গয়না ছাড়া, আপনি এটি চামড়ার ব্যাগ, জ্যাকেট বা জুতোর কোনও দাগ অপসারণ করতেও ব্যবহার করতে পারেন

অনেক সময় এমন হয় যে, আপনার হেয়ার রিমুভার ক্রিম দরকার কিন্তু বাড়িতে সেটা নেই বা শেষ হয়ে গেছে। হয়তো আপনার সেই সময় বাইরে বেরোনোর কোনও প্ল্যান আছে, তাই দোকানে গিয়ে কিনে আনার সময়ও নেই

সেই সময়  কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। এটি আপনাকে অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করবে। এছাড়াও, যদি আপনার ব্যাগের চেন আটকে যায়, তবে তাতে অল্প কন্ডিশনার লাগিয়ে দিন। দেখবেন চেন আবার আগের মতো কাজ করছে

উলের কাপড় ধোওয়ার ক্ষেত্রে বালতি বা ওয়াশিং মেশিনে এক চামচ কন্ডিশনার দিন। তারপরে কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন দারুণ পরিষ্কার হবে ও সুন্দর গন্ধও থাকবে জামাকাপড়ে

যদি আপনার হাত বা পা খুব শুষ্ক হয়ে যায় এবং নখের চারপাশের চামড়াও শুষ্ক হয়ে গেছে, তবে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। উপায় রয়েছে

 সেই জায়গায় কয়েক ফোঁটা হেয়ার কন্ডিশনার দিয়ে ম্যাসাজ করুন। তারপরে ভাল করে ধুয়ে ফেলুন। দেখবেন নখের চারপাশের চামড়া নরম হবে