01 March, 2024
মাসে একদিন হেনা কিন্তু মাস্ট!
credit: Pinterest
TV9 Bangla
ঘন উজ্জ্বল চুল পেতে অনেকেই হেনা করে থাকেন। হেনা হল চুলের একপ্রকার খাদ্য, যা চুলকে পুষ্টি জোগায়।
এতে ট্যানিন রয়েছে, যা চুলকে গোড়া থেকে মজবুত করে চুল পড়া রোধ করে। পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে।
খুশকি কমাতেও এর জুড়ি নেই। হেনায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। স্ক্যাল্পের কোনওরকম চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় হেনা।
চুলের অকালপক্কতা রোধ করতেও এর জুড়ি নেই। এতে রয়েছে ভিটামিন ই, যা চুলকে সুরক্ষিত রাখে।
ভিটামিন ই চুলকে নরম করতে ও উজ্জ্বল করতে সাহায্য করে। চুলকে পর্যাপ্ত পুষ্টি জোগায় এই ভিটামিন।
এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। অনেকেই বিভিন্ন উপায়ে হেনা ব্যবহার করেন। যেভাবে ব্যবহার করলে দ্রুত ফল পাবেন জানেন কি?
হেনা সবসময় গরম জলে গুলবেন। তাতে ডিম দিতে ভুলবেন না। ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন। আর দেবেন আমলকির রস।
তাতে চুল নরম ও সুন্দর হবে। সবসময় আগের দিন রাতে হেনা ভিজিয়ে রাখবেন। তাতে আরও ভাল কাজ করবে হেনা।
আরও পড়ুন