30 March, 2024

পুদিনা পাতা ব্যবহার করলে গরমে একটিও ব্রণ হবে না

credit: Pinterest

TV9 Bangla

 গরম পড়তেই বাড়ছে ব্রণ? জানেন কি এই সমস্যার অন্যতম সমাধান পুদিনা পাতা। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে।

ত্বকের পরিচর্যায় মুলতানি মাটির জুড়ি মেলা ভার। ত্বক ভিতর থেকে নরম রাখতে দারুণ কার্যকর এই মাটি।

একটি পাত্রে এক চামচ মুলতানি মাটি, এক চামচ দই, অল্প মধু এবং কিছু পুদিনা পাতা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে ব্যবহার করুন। সুফল পাবেন।

ত্বক ভাল রাখতে গোলাপজলের ভূমিকা বলা বাহুল্য। পুদিনা পাতাগুলিকে মিক্সিতে ঘুরিয়ে প্রথমে একটি থকথকে মিশ্রণ বানিয়ে নিন।

 এ বার এই মিশ্রণটির মধ্য। এ পরিমাণ মতো গোলাপজল এবং কিছুটা গ্লিসারিন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে ত্বকে লাগান। ত্বকের অনেক সমস্যা দূর হবে এতে।

পুদিনার মতোই ত্বকের জন্য কলাও অত্যন্ত উপকারী। কলায় রয়েছে প্রচুর স্বাস্থ্যকর উপাদান। ৪-৫টি পুদিনা পাতা এবং একটি পাকা কলা নিন।

 এ বার এই উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে মিক্সিতে এক বার ঘুরিয়ে মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ ও ব্রণমুক্ত।

এ ছাড়া পুদিনা পাতা পেস্ট করে তাতে  চন্দনের গুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন তাতে দ্রুত ফল পাবেন।