25 February 2024

নিমের গুণে চুল হবে লম্বা ও সুন্দর

credit: Pinterest

TV9 Bangla

চুল পড়ার সমস্যা নতুন নয়। সারাবছর এই সমস্যার শিকার হন মানুষজন। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নিমপাতা।

নারী, পুরুষ উভয়েই খুশকির সমস্যা নাজেহাল হন। বছরের বিভিন্ন মরসুমে বিশেষ করে বর্ষা বা শীতকালে খুশকির সমস্যা বাড়তে দেখা যায়। এর সঙ্গেই স্ক্যাল্পে দেখা দেয় চুলকানির সমস্যা।

খুশকির সমস্যা থাকলে এ যাত্রায় নিমের সাহায্যে সেই সমস্যার সমাধান করতে পারবেন। নিমের মধ্যে থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ খুশকি দূর করে এবং ইচিং বা চুলকানির সমস্যা কমায়।

চুলের বৃদ্ধি বা গ্রোথের পাশাপাশি নতুন করে চুল গজাতেও সাহায্য করে নিম। নিমে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট।

এই উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয় ও নতুন চুল গজায়।

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যা দূর করতেও সাহায্য করে নিম। জানা গিয়েছে, নিমের মধ্যে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এই অকালপক্কতার সমস্যা দূর করতে সাহায্য করে।

চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে তা মোলায়েম রাখতে সাহায্য করে নিম। বিশেষ করে চুলের ডগার অংশে ভাল কন্ডিশনারের কাজ করে নিম।

 এর ফলে চুল নরম এবং উজ্জ্বল হয়। অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে নিম। তাই ব্যবহার করে দেখতে পারেন।