চুলের সমস্যা মানুষের সারাবছরের। এই সমস্যা লেগেই থাকে। জানেন কি চুলের নানা সমস্যা থেকে বাঁচতে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজ ও লেবুর রস।
পেঁয়াজে রয়েছে ফলিক অ্যাসিড, যা চুলকে পুষ্টি জোগায়। এ ছাড়া রয়েছে সালফার এবং ভিটামিন সি-এর মতো জরুরি সব উপাদান। এই উপাদানের গুণ জানলে চমকে যাবেন।
সালফার চুল পড়া কমাতে, চুল ঘন করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এছাড়া পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে,যা স্ক্যাল্পে সংক্রমণের ঝুঁকি কমায়।
এবং চুলের অকাল পক্কতা রোধ করে। এমনকি খুশকিও কমাতেও সাহায্য করে পেঁয়াজের রস। এবার আসা যাক আসল কথায়, কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজ?
১/৩ ভাগ পেঁয়াজের মধ্য়ে ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে ম্যাসাজ করে নিন। সপ্তাহে ১-২ দিন এই নিয়ম মেনে চলুন। এতে চুলের স্বাস্থ্য ভাল হয়। এবং চুল চকচকে ও সুন্দর হয়।
লেবুতে দূর হয় খুশকির সমস্যা। পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলে আরও দ্রুত কাজ হবে। চাইলে এই মিশ্রণে একটু ল্যাভেন্ডার অয়েলও যোগ করতে পারেন। এতে সুন্দর গন্ধ ছড়াবে।
টকদই চুলের জন্য উপকারি। এই দইয়ের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগালে ফল পাবেন। ২ চামচ টকদইয়ের সঙ্গে ১ চামচ পেঁয়াজের রস মিশিয়ে গোটা চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন।
পেঁয়াজের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাখলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে। এছাড়া চুলের ফলিকল মজবুত হয় ও দ্রুত চুলের বৃদ্ধি ঘটে। সপ্তাহে একদিন এই বিশেষ তেল মাখুন। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।