শুধু রান্নায় নয়, ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন পেঁয়াজ
credit: Pinterest
TV9 Bangla
বাঙালি রান্নায় পেঁয়াজের ব্যবহার হবে না এমনটা হতে পারে না। আমিষ মানেই পেঁয়াজ। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, চুল ও ত্বকের জন্যও ভীষণই উপকারী পেঁয়াজ তা জানেন কি?
পেঁয়াজের রস ব্রণর সমস্যা দূর করতে পারে। পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া দূর করে।
পেঁয়াজের রস তুলোয় ভিজিয়ে ব্রণতে লাগাতে পারেন। সপ্তাহে ২-৩ দিন লাগালেই উপকার পাবেন। কয়েকদিনেই ফল পাবেন এটি ব্যবহার করলে।
নানা কারণে ত্বকে দাগছোপ পড়তে শুরু করে। দাগবিহীন ত্বক পাওয়া সহজ নয়। তবে দাগছোপ তাড়াতে পেঁয়াজের রসে ভরসা রাখতে পারেন। ত্বকের জেদি দাগ তুলতে সাহায্য করে পেঁয়াজের রস।
পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের দাগছোপ পড়া অংশে লাগান। কয়েক দিন নিয়ম করে ব্যবহার করলে ত্বকে ফিরবে জেল্লা।
শুধু গ্রীষ্মকালে নয়, সারা বছরই ট্যান পড়ে ত্বকে। সেই রোদে পোড়া দাগ দূর করা সহজ নয়। তবে পেঁয়াজের রস কিন্তু পোড়া দাগ তুলতে সাহায্য করে।
একটা সময়ের পর ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। পেঁয়াজের রসে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে ভিতর থেকে টানটান রাখে। ত্বকের মসৃণতা বজায় রাখে পেঁয়াজের রস।
পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন ‘অ্যান্টি এজিং মাস্ক’। দই, অ্যাভোকাডো এবং পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে একটি মাস্ক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।