08 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

দাঁত হবে চকচকে কমাললেবুর খোসার গুণে

দাঁত হল এমন একটা জিনিস যা মুখের সৌন্দর্যকে বৃদ্ধি করে। সুন্দর দাঁতের পাওয়ার জন্য অনেকেই নানান কসরত করে থাকেন।

তবে অনেকসময় দাঁতে বিভিন্ন ধরেনর দাগ হয়। ব্রাশ করলেও উঠতে চায় না এই ধরনের দাঁত। সঙ্গে হলদেভাবও দেখা দেয়।

জানেন কি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কমলালেবুর খোসা। সাধারণ পেস্ট নয়, কমলালেবুর খোসাতেই কাজ হবে।

এর জন্য পেস্টের পরিবর্তে কমলালেবুর খোসা দিয়ে দাঁত মাজতে হবে। কমলালেবুর খাওয়ার আগে খোসা ছাড়িয়ে আলাদা করে রেখে দিন।

এরপর তা দিয়ে দাঁত ঘষে নিন। তাহলেই কাজ হবে। ঘষার পর কিছুক্ষণ রেখে দিতে পারেন। তাহলে বেশি ভালো কাজ হবে।

 এ ছাড়া কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে নিন। খোসা শুকনো হয়ে গেলে তা মিক্সারে গুঁড়ো করে নিন।

এ বার এই গুঁড়ো দিয়ে দাঁত মাজুন। এতে শুধু দাঁত পরিষ্কারই হয় না। এর পাশাপাশি দাঁত মজবুতও হয়।

কমলালেবুর খোসা বেটেও ব্যবহার করতে পারেন। এতেও ভালো কাজ হবে। এতে মাড়ির স্বাস্থ্যও ভালো থাকে। তাই এ বার দাঁত ভালো রাখতে চুটিয়ে ব্যবহার করুন কমলালেবু।