01 March, 2024

আলুর খোসা ফেলে দেন? ঠকছেন কিন্তু!

credit: Pinterest

TV9 Bangla

বাঙালি বাড়িতে রোজ আর কিছু আসুক আর না আসুক, ব্যাগ ভর্তি আলু আসবেই। আলুর প্রতি বাঙালিদের টান বরাবরের।

বিরিয়ানির আলু হোক  বা মাংসের, মোটামুটি আলু দেখলে এক কথায় ঝাঁপিয়ে পড়েন তাঁরা।  বেশিরভাগ বাড়িতেই আলুর খোসা ফেলে দেওয়া হয়।

জানেন কি আলুর খোসা না ফেলে দিয়ে  অনেক কাজে লাগানো যায়? জেনে নিন কীভাবে কাজে লাগাবেন আলুর খোসা।

ত্বকের জন্য ভীষণ ভাল আলুর খোসা। ত্বকের দাগছোপ মেটাতে সাহায্য করে  আলুর খোসা। তাই দাগযুক্ত স্থানে এই খোসা ব্যবহার করতে পারেন।

এ ছাড়া ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য করে আলুর খোসা। যাঁদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাঁরা এই খোসা ব্যবহার করতে পারেন।

বোতল পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন এই খোসা। জেনে নিন কীভাবে ব্যবহার করতে হবে। বোতলের মধ্যে আলুর খোসা ভরে রাখুন।

তাতে গরম জল দিন। এ বার ঝাঁকিয়ে পরিষ্কার করে নিন। এতে নতুনের মতো চকচক করবে বোতল আর কোনও রকম দুর্গন্ধ থাকবে না।

আলুর খোসা তেলে ভেজেও খেতে পারেন। ডালের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে এই পদ। আলুর খোসা বেসন ও বেকিং সোডা দিয়ে মেখে তেলে ভেজে নিলেই হবে।