13 February 2024
আলুর খোসা না ফেলে মুখে লাগালেই কেল্লাফতে
credit: Pinterest
TV9 Bangla
উজ্জ্বল, দাগহীন, স্বাস্থ্যকর এবং তরুণ ত্বক পেতে কে না চায়! এমন বহু ঘরোয়া উপাদান আছে যা স্বাস্থ্যকর সুন্দর ত্বক পাওয়ার একমাত্র চাবিকাঠি।
আবার এমন কিছু ঘরোয়া উপাদান রয়েছে যা আমরা সাধারণত ফেলে দিই। এই অব্যবহৃত জিনিসই ত্বকের জন্য জাদুকরী উপকরণ হতে পারে।
দাগহীন ও নিশ্ছিদ্র ত্বক পেতে চাইলে, দামি পণ্য ব্যবহার না করে কিছু ফল ও সবজির খোসার পেস্ট মুখে লাগানো যেতে পারে।
ফলের খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান, যা ত্বককে সুস্থ রাখে।
আসুন জেনে নেওয়া যাক আলুর খোসা কীভাবে মুখে লাগালে সহজেই মিলবে ম্যাজিকাল গ্লো, এবং দূর হবে ত্বকের একাধিক সমস্যা।
প্রতিদিন আলু খেলেও এর খোসা ফেলে দেওয়া হয়। তবে জানলে অবাক হবেন যে এই আলুর খোসাই ত্বকের জন্য অত্যন্ত ভালো।
আলুর খোসায় রয়েছে ভিটামিন বি, সি, পটাশিয়াম যা চোখের নিচের কালো দাগের সমস্যা কমাতে পারে।
এটি ব্যবহার করলে ত্বক আর্দ্রতা পায় পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকে। এটি পিষে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগানো যেতে পারে।
আরও পড়ুন