10 March, 2024
ফর্সা উজ্জ্বল ত্বক চান? মুসুর ডালই করবে কামাল
credit: Pinterest
TV9 Bangla
গরম ভাতের সঙ্গে মুসুর ডালের জুড়ি নেই। শরীরের জন্য ভীষণ উপকারী এই ডাল। তবে জানেন কি ত্বকের জন্যও ভীষণ উপকারী এই ডাল?
ত্বকের ট্যান থেকে শুরু করে কালো দাগছোপ মেটাতে সাহায্য করে এই ডাল। পাশাপাশি মেটায় ব্ল্যাকহেডস ও ব্রণর মতো সমস্যাও।
প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন মুসুর ডাল। জেনে নিন কীভাবে বানাবেন এবং ব্যবহার করবেন মুসুর ডালের ফেসপ্যাক।
সারারাত মুসুর ডাল ভিজিয়ে রাখুন। সকালে ডাল বেটে নিন। তাতে খানিকটা দুধ দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিন। স্নানের আগে ত্বকে লাগিয়ে নিন এই প্যাক।
ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে মুসুর ডাল ও কমলালেবুর ফেসপ্যাক। আগের দিন রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিন।
সকালে ডাল বেটে নিন। তাতে মেশান কমলালেবুর রস। মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগান। ৩০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
ফেসিয়াল হেয়ার তুলতে সাহায্য করে মুসুর ডাল। এই জন্য মুসুর ডালের সঙ্গে চন্দনের গুঁড়ো মেশান। এ বার দু'টি মিশ্রণকে ভাল করে গুলে নিন।
লোমযুক্ত স্থানে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন অবাঞ্ছিত লোম সব উঠে আসবে।
আরও পড়ুন