শরীরের জন্য ভীষণ উপকারী মুসুর ডাল। সুস্থ থাকতে এই ডাল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ ভালো মুসুর ডাল।
ত্বকের বয়সের ছাপ দূর করে ও উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে মুসুর ডাল। ত্বক শুষ্ক হয়ে গেলেও মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার। জেনে নিন ত্বকের নানা সমস্যায় কীভাবে ব্যবহার করবেন মসুর ডাল? আর ঝটপট ব্যবহার করুন নিয়ম মেনে।
ত্বকের মৃত কোষ দূর করতে মসুর ডাল বাটার সঙ্গে ২ চা চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। তারপর ২ মিনিট এটি ত্বকে মালিশ করুন।
এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের শুষ্কতার সমস্যা দূর হবে এবং ত্বক কোমল ও নরম থাকবে।
ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়াতে মসুর ডালের ভূমিকা অনেক। এজন্য ৩ টেবিল চামচ মসুর ডাল বাটা, ৩ টেবিল চামচ টকদই ও একই পরিমাণ বেসন ভালো করে মিশিয়ে নিন।
মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।
ত্বকের লোম ওঠাতেও কাজে লাগাতে পারেন মুসুর ডাল। এরজন্য মুসুর ডাল বেটে তাতে মধু ও চিনির রস দিন। এ বার তা ত্বকে লাগিয়ে পিল অফ স্ট্র্যাপ দিয়ে টেনে তুলে নিন।