আমাদের হেঁশেলের গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে অন্যতম হল নুন। লবণ ছাড়া রান্না অসম্পূর্ণ। তবে এই নুন যে শুধু রান্নাতেই কাজে লাগে এমনটা নয়
এমন অনেক কিছু সমস্যাও রয়েছে যেখানে নুন মুশকিল আসানের কাজ করে। কী সেগুলি জেনে নিন। এবং সেভাবই কাজে লাগান নুনকে
পোশাকের দাগ দূর করতে নুন ব্যবহার করা যেতে পারে। দাগযুক্ত কাপড় নুন জলে ডুবিয়ে রাখলেই কাজ হবে। এতে জামাকাপড় দারুণ পরিষ্কার হয়
দাঁত পরিষ্কার করতেও সাহায্য করে নুন। এই জন্যই নুনযুক্ত মাজন ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া এতে দাঁতের সংবেদনশীলতার সমস্যাও দূর হয়
রান্নাঘরের সিঙ্কে অনেকসময়ই দাগ পড়ে যায়। এই দাগ তুলতেও সাহায্য করে নুন। এক্ষেত্রে সিঙ্কের মধ্যে নুন ছড়িয়ে রাকউন। কিছুক্ষণ পর জল দিয়ে পরিষ্কার করে নিন
এছাড়া ব্যাগের দুর্গন্ধ দূর করতেও নুন ব্যবহার করা যেতে পারে। ব্যাগে দুর্গন্ধ হলে সারারাত তা নুন জলে ডুবিয়ে সকালে পরিষ্কার করে নিলে সমস্যা মিটবে
রান্না করার পর হাত থেকে যদি পেঁয়াজ এবং রসুনের গন্ধ না যায় তবে আপনি লবণ ব্যবহার করতে পারেন। এই জন্য, ভিনেগার এবং লবণ মিশ্রিত করে তা আপনার হাতে ঘষুন। এতে হাতের গন্ধ দূর হবে
এমন অনেক কিছু সমস্যাও রয়েছে যেখানে নুন মুশকিল আসানের কাজ করে। কী সেগুলি জেনে নিন। এবং সেভাবই কাজে লাগান নুনকে
ফল দীর্ঘক্ষণ তাজা রাখতেও সাহায্য করে নুন। ফলের খোসা ছাড়িয়ে রাখলে অনেকসময় কালো হয়ে যায়। এতে নুন মাখিয়ে রাখলে কালো হয় না এবং তাজা থাকে