যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হচ্ছে চন্দন। চমৎকার সুগন্ধযুক্ত চন্দনের গুঁড়ো ত্বকের যত্নে ব্যবহার করলে উজ্জ্বল ও কোমল ত্বক হয় ।
পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দাগ এবং বলিরেখাও দূর করে উপকারী এই কাঠ। জেনে নিন ত্বকের যত্নে চন্দন ব্যবহারের কয়েকটি উপায়।
চন্দন গুঁড়োর সঙ্গে দুধ অথবা গোলাপ জল মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল ও পরিমাণ মতো জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ব্রণের দাগের উপর এই পেস্ট লাগিয়ে রাখুন। দূর হবে দাগ।
চন্দন গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল অথবা আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল। জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন ত্বকে।
মধু ও টক দইয়ের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন ত্বকের যত্নে। বলিরেখা দূর করবে এই প্যাক। বাইরে যাওয়ার আগে চন্দন গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। এটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে।
সমপরিমাণ চন্দন ও মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ চন্দন গুঁড়োর সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়ো ও ১ টেবিল চামচ গোলাপ জল মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ থেকে মুক্তি পাবেন।