আপনি কি ডায়াবেটিক? তাহলে চিনি আপনার জম। তবে ত্বক পরিচর্যায় কিন্তু নিশ্চিন্তে রাখতে পারেন এই উপাদানটি। ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার পাশাপাশি ঠোঁটকে নরম রাখতে চিনি দারুণ উপকারী।
চিনি ব্যবহার করার আগে জানতে সবে সঠিক উপাদান। জেনে নিন ত্বক পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন চিনি।
ত্বকের মৃত কোষ দূর করতে চিনি ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে ত্বকে ধীরে ধীরে ঘষুন।
চিনি গলে না যাওয়া পর্যন্ত স্ক্রাবিং করুন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন। মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক।
হঠাৎ ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। সন্তানের জন্মের পরেও এমন দাগ দেখা যায়। এই দাগ সহজে যায় না।
কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।
বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম ও লালচে হওয়ার পাশাপাশি ফাটবেও না ঠোঁট। বিটের বদলে টমেটো ব্যবহার করলেও লাভ হবে।
আবার চিনির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে ঘষলেও ঠোঁটে জমে থাকা মরা চামড়া উঠে যাবে।