23 February 2024
ত্বকের জন্য চা পাতা ব্যবহার করেছেন কি?
credit: Pinterest
TV9 Bangla
ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত পরিষ্কার করতেই হবে। মুখ পরিষ্কার করার জন্য জলের পাশাপাশি ব্যবহার করতে পারেন চায়ের লিকার।
এতে ত্বক সতেজ ও উজ্জ্বল হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে।
জেনে নিন চায়ের লিকার ত্বকে লাগালে কোন কোন উপকারিতা মিলবে। চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি র্যাডিকেলগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
চায়ের লিকার দিয়ে মুখ ধুয়ে ত্বকের লাল ভাব কমে।ত্বকে প্রাকৃতিক সতেজতা নিয়ে আসে চায়ের লিকার। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে।
আপনার ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত চা নির্বাচন করুন। এ বার জল গরম করে পছন্দসই টি ব্যাগ বা চা পাতা ভিজিয়ে রাখুন।
মুখ ধোয়ার আগে কিছুটা ঠান্ডা করে নিন মিশ্রণটি। এ বার এটি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে নিন। উপকার পাবেন।
এ ছাড়া বিভিন্ন ফেসপ্যাকেও ব্যবহার করতে পারেন চায়ের লিকার। এতেও আরও ভালো উপকার পেতে পারেন।
ধরুন আপনি মুলতানি মাটি বা টকদইয়ের ফেসপ্যাক ব্যবহার করবেন তাতে একটু চায়ের লিকার মিশিয়ে দিলেই হবে।
আরও পড়ুন