শীত হোক বা গরম, ত্বক ও চুলের নানা সমস্যা লেগেই থাকে। তাই ত্বকের প্রয়োজন সঠিক যত্ন। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ভিটামিন ই ক্যাপসুল।
শুষ্ক ত্বকের সমস্যা ঠেকাতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টিএজিং বৈশিষ্ট, যা ত্বককে বলিরেখার হাত থেকে রক্ষা করে।
ত্বকের ভিতরের ক্ষত মেটাতে সাহায্য করে এই ক্যাপসুল। পাশাপাশি চুলের জন্যও ভীষণ উপকারী এই ক্যাপসুল।
স্ক্যাল্পের শুষ্কতা মেটাতে সাহায্য করে এই ক্যাপসুল। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। এই ক্যাপসুলের নির্যাস চুলের গোড়ায় মালিশ করলে চুল চকচকে ও সুন্দর হয়। সারারাত এই তেল লাগিয়ে সকালে শ্যাম্পু করে নিন।
প্রয়োজনে নিজের পছন্দের তেলের সঙ্গেও এই ক্যাপসুল মিশিয়ে মালিশ করতে পারেন। এতে যাদের চুল পড়ার সমস্যা আছে তা কমবে।
ফ্রিজি হেয়ারের সমস্যা মিটবে এতে। এ ছাড়া চুলের গ্রোথ বাড়ে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে। তাই ব্যবহার করে দেখতে পারেন।
রাতে শোয়ার আগে মুখে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস লাগাতে পারেন। মুখে আসবে সোনার জেল্লা। সেই সঙ্গে ত্বক হবে উজ্জ্বল।
ফেসপ্যাকের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল লাগিয়েও ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। তবে এই ক্যাপসুল লাগিয়ে সূর্যের আলোয় যাবেন না।