02 February 2024
বেসিনকে নতুনের মতো ঝকঝকে করুন
credit: Pinterest
TV9 Bangla
গৃহস্থলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হল বেসিন। রান্নাঘর বা বাথরুমে বেসিনের ব্যবহার ভীষণভাবে হয়। আর রোজ ব্যবহারের ফলে বেসিন নোংরাও হয়।
অনেকের কাছেই বেসিন পরিষ্কার করা ঝক্কির কাজ। তবে সঠিক উপায় জানলে আর এই কাজ ঝুঁকিপূর্ণ মনে হবে না। এর জন্য বাজার চলতি জিনিসও ব্যবহার করতে হবে না।
ঘরোয়া কয়েকটি জিনিস হাতের কাছে থাকলেই পরিষ্কার করে নিতে পারবেন। এ বার জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন বেসিন।
লেবু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন বেসিন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে পাতিলেবু। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা বেসিনকে ঝকঝকে করে তোলে।
বেসিন ঝকঝকে রাখতে অলিভ অয়েলেরও জুড়ি মেলা ভার। অনেকেই এটা ব্যবহার করে থাকেন। তবে তা একটু খরচ সাপেক্ষ। কিন্তু ব্যবহার করে দেখতে পারেন।
পাশাপাশি তেঁতুল দিয়েও বেসিন খুব সুন্দর পরিষ্কার করা সম্ভব। কারণ এতেও আছে কিছুটা পরিমাণ অ্যাসিড। তেঁতুল দিয়ে বেসিন ঘষে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন কস্টিক সোডা। তাতে বেসিন একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে। তবে এটি ব্যবহার করার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন।
লিকুইড সোপ দিয়েও ভালো পরিষ্কার হয় বেসিন। বেসিনে তরল সাবান দিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন