জলের অপর নাম জীবন। জল ছাড়া এক বিন্দু চলে না মানুষের। তাই মানুষের ২৪ ঘণ্টার সঙ্গী জলের বোতল। আর রোজ ব্যবহারের ফলে ময়লা হয় এই বোতল।
নোংরা বোতলে জল খেলে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তাই রোজ বোতল পরিষ্কার করা জরুরি। জানুন বোতল পরিষ্কার করার সহজ উপায়।
লেবুর রস দিয়ে এমনই অনেক সময় বাসন ধোয়া হয়। এটা দিয়ে বোতল পরিষ্কার করতে পারেন। বোতলে লেবুর রস আর জল ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নিন ভালো করে।
ভিনিগারও এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। এটা যে কোনও দুর্গন্ধ তাড়াতে সাহায্য করেন এক ঢাকনা ভিনিগার কাঁচ বা প্লাস্টিকের বোতলে ভরা অল্প জল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন।
এবার ওই অবস্থায় বেশ অনেকক্ষণ রেখে ধুয়ে নিন। বোতলের দুর্গন্ধ কেটে যাবে। পাশাপাশি চকচক করবে বোতল।
বেকিং সোডা জলের বোতলে ভরে তাতে জল দিয়ে ভালো করে ঝাঁকান। এবার ওই অবস্থায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে দুর্গন্ধ দূর হবে।
কাপড় কাচার সার্ফ আর জল মিশিয়ে বোতলে ঢেলে ভালো করে ঝাঁকান। এরপর ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন সাবান যেন ভিতরে থেকে না যায়। ভালো করে বোতল ধুয়ে নেবেন।
চা বানানোর পর চা পাতা ফেলে না দিয়ে টি ব্যাগ জলের বোতলে ঢুকিয়ে জল ভরে রেখে দিন একটা গোটা রাত। পরদিন ভালো করে ধুয়ে নিন।