27 January 2024

ফ্রিজ পরিষ্কার করুন ১০ মিনিটে, রইল উপায়

credit: Pinterest

TV9 Bangla

দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিজ। এই যন্ত্র ছাড়া যেন অচল হেঁশেল। রোজ ব্যবহারের ফলে  ময়লাও হয় এটি। অনেকের কাছেই এই ফ্রিজ পরিষ্কার করা ঝক্কির কাজ।

তবে সঠিক উপায় জানলে আর ঝক্কি মনে হবে না। আর ঘরো উপায়েই পরিষ্কার করে নিতে পারবেন ফ্রিজ। জেনে নিন তার জন্য কী করতে হবে।

ফ্রিজ পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে লেবু। এতে থাকা সাইট্রিক অ্যাসিড যে কোনও ধরনের দাগ তুলতে কাজ করে। ফ্রিজে অনেকসময় খাবার-দাবার পড়ে দাগ হয়ে যায়।

পাতিলেবু সেই দাগ তুলতে ভীষণভাবে সাহায্য করে থাকে। এ ক্ষেত্রে এক টুকরো লেবুর টুকরো দিয়ে দাগযুক্ত স্থান ঘষে নিতে পারেন। ফল পাবেন।

এ ছাড়া লেবুর সঙ্গে নুন মিশিয়েও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে নুন নুন। তাতে এক টুকরো লেবু ডুবিয়ে নিন। এরপর সেই লেবুর টুকরো দিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিন।

পাশাপাশি ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। এই সোডা ফ্রিজ পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে। এ ক্ষেত্রে গরম জলে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে হবে।

এর জন্য একটি পাত্রে গরম জল নিন। তাতে কয়েক চামচ বেকিং সোডা মেশান। এরপর সেই জলে একটি কাপড় ডুবিয়ে তা দিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগার। ফ্রিজ পরিষ্কার করার দুর্দান্ত উপায় এটি। একটি শুকনো কাপড়ে ভিনিগার নিন। এরপর তা দিয়ে ভালো করে ফ্রিজ মুছে নিন। কাজ হবে।