দিনে খাবারদাবার গরম বা পাঁপড় সেঁকা বা অন্য আরও কয়েকটা কাজ করার জন্য ভীষণ দরকারি একটা জিনিস হল মাইক্রোওয়েভ। তার থেকে বেশি নোংরা জিনিস আর আপনার রান্নাঘরে এই মুহূর্তে আর কিছু নেই।
সেই মাইক্রোওয়েভ আমরা প্রায় প্রতিনিয়ত পরিষ্কার করি। কিন্তু আদৌ কী ঠিক ভাবে পরিষ্কার করি তা? একথা ঠিক যে, মাইক্রোওয়েভ পরিষ্কার করার পদ্ধিতিটি খুবই সহজ এবং এক্কেবারে ঝক্কি নেই।
কিন্তু সেই মাইক্রোওয়েভই আপনি যদি সঠিক ভাবে পরিষ্কার না করেন, তাহলে বড়সড় বিপদের আশঙ্কা থেকে যায়। তাই জেনে নিন কাজের এই মাইক্রোওয়েভ কীভাবে পরিষ্কার করবেন।
মাইক্রোওয়েভের বাটি অথবা স্টিম ক্লিনারটি জল দিয়ে পূর্ণ করুন। আর সেখানে ওই হাফ লেবুর রস দিয়ে দিন অথবা কয়েক ফোঁটা ভিনিগার ঢেলে দিন।
এবার ওই বাটি মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দিন। ৩ মিনিটের জন্য উচ্চতাপে মাইক্রোওয়েভটি চালিয়ে দিন। কাজটা সম্পূর্ণ হলে ৫ মিনিট এমনিই বাটিটা বা ক্লিনিং ডিভাইসটাকে মাইক্রোওয়েভে রেখে দিন।
৫ মিনিট পরে ওই বাটি বা ক্লিনিং ডিভাইসটিকে মাইক্রোওয়েভ থেকে বের করে নিন। এবার একটি স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড় বা পেপার টাওয়েল দিয়ে মাইক্রোওয়েভের ভিতরের দিকটা খুব ভালো করে মুছে নিন।
ব্যস! আপনার কাজ শেষ। মাইক্রোওয়েভ পরিষ্কার। আর এই ভাবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মাইক্রোওয়েভ পরিষ্কার করুন। তাহলে আপনার শরীর থাকবে সুস্থ।
অনেকেই মাইক্রোওয়েভের ভিতরে সরাসরি জল বা লেবুর রস বা ভিনিগার দিয়ে পরিষ্কার করে থাকেন, যা সত্যিই বিপজ্জনক। সব সময় বাটির ভিতরে সলিউশনটি তৈরি করে সেটিকে মাইক্রোওয়েভে ভরে উচ্চতাপে চালানো উচিত।