বাড়িতে আয়না না থাকলে চলে না। বড় কাজের জিনিস এটি। দৈনন্দিন জীবনে এর ব্যবহার অপরিহার্য। আর আয়না থাকলে তা ময়লা তো হবেই।
দাগ হবেই। কোনও ভাবেই তা ঠেকানো সম্ভব নয়। অনেকসময় এতই নোংরা হয়ে যায় যে মুখ পর্যন্ত দেখা যায় না। তবে উপায় আছে।
যা মানলে আয়না হবে ঝকঝকে সুন্দর। এমনকী থাকবে না জলের দাগও। এ বার ঝটপট জেনে নিন কীভাবে আয়নার দাগ সহজেই তুলে ফেলবেন।
এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার ভিনিগারের মিশ্রণটি দিয়ে আয়নার উপর স্প্রে করে নিন।কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেলুন। এতে আয়না নতুনের মতো ঝকঝক করবে।
এ ছাড়া আয়না পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন ডিসটিলড ওয়াটার। ব্যাটারিতে এই জল ব্যবহার করা হয়। সাধারণ জলের থেকে এই জলে আয়না বেশি পরিষ্কার হয়।
একটি তোয়ালেতে ডিসটিলড ওয়াটার নিয়ে আয়না ভাল করে মুছে নিন আয়না। দেখবেন এতে নতুনের মতো চকচক করবে আপনার আয়না।
আয়না পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন শেভিং ফোমও। আয়নায় কিছুক্ষণ শেভিং ফোম লাগিয়ে রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
এ ছাড়া বেকিং সোডা ব্যবহার করলেও কাজ হবে। একটি পাত্রে জলের সঙ্গে বেকিং সোডা গুলে নিন। এ বার তা দিয়ে আয়না মুছে নিলেই দাগ উঠে যাবে।