বাসন মাজা অনেকের কাছেই বেশ ঝক্কির কাজ। তবে কিছু করার থাকেন না রোজ খাওয়া-দাওয়ার পর বাসন মাজতেও হয়।
তবে বাসন ধোয়ার সময় যদি দেখেন সাবান শেষ তাহলে কী করবেন? চিন্তা নেই জেনে নিন সহজ কিছু উপায়।
চা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে কখনও মৌরির চা খেয়েছেন কি? এই চায়ের উপকারিতার শেষ নেই।
হালকা গরম জলে প্রথমে বাসন ধুয়ে নিন। এবার সব বাসনের ওপর অল্প বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। শেষে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
চা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে কখনও মৌরির চা খেয়েছেন কি? এই চায়ের উপকারিতার শেষ নেই।
এক কাপ গরম জলে দুই টেবিল চামচ লবণ এবং একটি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দিয়ে বাসন ঘষে ঘষে মেজে ধুয়ে নিন।
এক কাপ জলে চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ব্যবহার করে সবকটি বাসন স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
চালের জল দিয়ে পরিষ্কার করতে পারেন থালা-বাসন। চালের জলে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এগুলো বাসনের তেল-মসলা দূর করতে সাহায্য করে।
৩০ মিনিট চালের জলে বাসন ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ঝকঝক করবে।
তিন টেবিল চামচ বেকিং সোডা ও প্রয়োজন মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে নিয়ে বাসন ভালো করে মেজে ফেলুন। বাসন হবে ঝকঝকে।