29 March, 2024

দাঁতের হলুদ ছোপ তুলুন ২ মিনিটে

credit: Pinterest

TV9 Bangla

অনেকেরই দাঁতে হলুদ ছোপ দেখা যায়। যা মোটেই দেখতে ভাল দেখায় না। এই সমস্যায় কি আপনিও ভুগছেন?

তাহলে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপায়ে। জেনে নিন দাঁতের হলুদ ছোপ দূর করতে কী করবেন।

কলার খোসায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের মতন উপাদান থাকে। তাই দাঁতে হলুদ অংশকে সাদা করতে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন।

কলার খোসা আপনি আপনার দাঁতের হলুদ অংশে মেখে ১৫ মিনিট বসে থাকতে পারেন। তারপরেও আপনি একটি শুকনো খোসা আপনার ব্রাশে নিন তারপর দাঁত মাজার মতন করে তা মাজুন। তাই এটা আপনি একবারই করবেন।

 কাঁচা পেঁপে খুব ভালো ব্লিচিং এজেন্ট। এতে প্যাপাইন থাকে। আপনার দাঁতে যে জায়গায় হলুদ দাগ হয়েছে সেখানে আপনি কাঁচা পেঁপে ভালভাবে ধুয়ে তার খোসা এবং বীজ বার করে সেটি আপনি আপনার দাঁতের উপর খানিকটা ঘষতে পারেন।

 দু-তিনদিন এরকম করার পর দেখবেন আপনার দাঁতের উপরে থাকা হলুদ আসতে আসতে উঠতে শুরু করেছে।

দাঁত সাদা রাখতে নিয়মিত লেবুর রস ও লেবুর খোসা আপনি দাঁতে ব্যবহার করতে পারেন। এতে উচ্চ পরিমাণের সাইট্রিক অ্যাসিড থাকে। যে কারণে আপনার দাঁতের উপরে লেবু গেলে আপনার সেই অংশে হলুদ দাগ উঠে যাবে।

দাঁতের হলুদ দাগ তুলতে আপনি ব্যবহার করতে পারেন নুন। টুথপেস্টে এক চিমটে নুন দিয়ে আপনি ভালোভাবে ব্রাশ করুন। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার দাঁতের হলুদ দাগ কমবে।