05 February 2024

খুশকির সমস্যা থেকে চিরতরে মুক্তি দেবে এই তেল

credit: Pinterest

TV9 Bangla

খুশকির সমস্যায় জর্জরিত অনেকেই। আর শীতে এই সমস্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। নানা নামিদামী প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না তো?

তাহলে এ বার নজরটা ঘোরান ঘরোয়া প্রতিকারে। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কর্পূর। এতে রয়েছে  রয়েছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য।

 এছাড়াও, এর শীতল বৈশিষ্ট্য মাথার ত্বকে শীতলতা প্রদান করে জ্বালা কমাতে সহায়ক। এটি চুলের ফলিকলগুলি খুলতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

একইভাবে এর অ্যাসিডিক বৈশিষ্ট্যের কারণে, লেবুর রস মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রেখে ছত্রাকের বৃদ্ধি রোধ করতে কাজ করে। তাই এটি তৈরি করা সহজও এবং কার্যকরও।

 এর জন্য ২-৩টি ভীমসেনি কর্পূর ভালো করে গুঁড়ো করে একটি পাত্রে রেখে অর্ধেক লেবুর রস মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন।

তারপর এতে প্রায় এক কাপ গরম নারকেল তেল যোগ করুন এবং সপ্তাহে তিন দিন ৪৫ মিনিট চুলে লাগান। তারপর  শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে দু'থেকে তিন দিন এই তেল ব্যবহার করে দেখুন, ফল পাবেন হাতেনাতে। খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে। অনেকে এই তেল গরম করেও ব্যবহার করেন। তাতে আরও ভালো ফল পাওয়া যায়।

তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আরও একটি বিষয়। খুব গরম তেল মাথায় লাগাবেন না। এতে চুলের ক্ষতি হতে পারে। হালকা গরম করে তবেই চুলে লাগান এই তেল। তাহলে ভালো ফল পাবেন।