চুল পড়ে যাওয়ার সমস্যা কম বেশি আমাদের সকলেরই হয়! অনেকের টাক পড়ে যায়! গোছা গোছা চুল ওঠে। তবে চিন্তার কিছু নেই সামান্য চেষ্টাতেই আটকানো সম্ভব চুল ওঠা।
আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে রসুনের তেল। চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল।
রসুনে থাকা জিঙ্ক, ক্যালসিয়াম, সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের সমস্যা কমায়। তাছাড়া এতে থাকা ভিটামিন সাহায্য করে নতুন চুল গজাতে।
কিন্তু রসুনের তেল বানানোরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কীভাবে বানাবেন এই রসুনের তেল? জেনে নিন তার সঠিক পদ্ধতি।
এ জন্য লাগবে ৮ কোয়া রসুন, আধ কাপ অলিভ অয়েল ও ১টি পেঁয়াজ। পেঁয়াজ ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন। এতে রসুন যোগ করে আবার ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।
এবার কড়াইয়ে আধ কাপ অলিভ অয়েল গরম করুন। তাতে রসুন-পেঁয়াজের পেস্ট দিয়ে দিন। মাঝারি আঁচে এই পেস্ট জ্বাল দিন।
ঠাণ্ডা হয়ে গেলে পেস্টটি ছেঁকে তেল বের করুন। এ তেল মাথার ত্বকে ভালোভাবে লাগান। ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে দেওয়ার পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে এই তেল। এতেই কমবে চুল পড়া। নতুন চুলও গজাবে দ্রুত। তাই ব্যবহার করে দেখতে পারেন এই তেল।