11 March, 2024
১ সপ্তাহে ফর্সা হতে চান? এভাবে ব্যবহার করুন দুধের সর
credit: Pinterest
TV9 Bangla
ত্বকের যত্নে আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে দুধের সর। তবে শুধু দুধের সর ব্যবহার করলেই হবে না। জানতে হবে সঠিক ব্যবহার।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে দুধের সর। নিয়মিত দুধের সর মাখলে ত্বকে আসে সোনার জেল্লা।
এ ছাড়া প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে এই সর। ত্বকে জমে থাকা ময়লা অপসারণ করে ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার করে তোলে।
সেই সঙ্গে ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখে। ত্বকের ট্যান হালকা করে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। তাই ব্যবহার করে দেখতে পারেন।
সকালের ব্রেকফাস্টের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। সকালে কী খাচ্ছেন তার উপরই নির্ভর করছে সারাটা দিন।
দুধের সরের সঙ্গে ওটস গুঁড়ো মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এ বার এই মিশ্রণ দিয়ে স্ক্রাব করে নিলেই হবে।
একটি ছোটো বাটিতে ২ টেবিল চামচ দুধের সর নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো ভাবে। মসৃণ পেস্ট তৈরি করুন।
সকালের ব্রেকফাস্টের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। সকালে কী খাচ্ছেন তার উপরই নির্ভর করছে সারাটা দিন।
দুধের সরে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েশনের জন্য দারুণ কার্যকর। তাই এক্সফ্লয়েটর হিসেবে ব্যবহার করতে পারেন এটি।
দুধের সর ব্যবহার করার পরে, বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন প্রয়োগ করা উচিত। নইলে কাজের কাজ কিছুই হবে না।
আরও পড়ুন