কর্নফ্লাওয়ারকে কাজে লাগান ঘরের কাজে

24 September 2023

হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার

তবে শুধু রান্নাতেই নয়, এই কর্নফ্লাওয়ার কে আপনি ঘরোয়া বহু কাজে ব্যবহার করতে পারেন। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

জানালা, দরজার কাঁচ পরিষ্কার করতে কর্নফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। হালকা গরম জলে ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাঁচের উপর এই মিশ্রণ স্প্রে করে কাগজ দিয়ে মুছে নিন।কাঁচ চকচকে হবে

উইন্ডো ক্লিনারে আধা কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে ময়লা কাঁচে লাগিয়ে নিন। তার পরে ভেজা কাপড় দিয়ে ভাল করে মুছে নিলেই কাঁচ একেবারে ঝকঝক করবে

 এছাড়াও, এক কাপ রাবিং অ্যালকোহল,এক কাপ সাদা ভিনেগার, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ২ কাপ জল একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন ভাল ভাবে। তারপর মিশ্রণটি জানালার কাঁচে স্প্রে করে,  মুছে নিন

অনেকেরই জুতো-মোজা পরলে পা ঘেমে গিয়ে দুর্গন্ধ বেরোয়। কিছুটা কর্নফ্লাওয়ার পায়ের তলায়, আঙুলের মধ্যে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন

এছাড়া, জুতো পরার আগে তার ভিতরে অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন অথবা মোজার মধ্যে কিছুটা দিয়ে দিতে পারেন। এতে পা ঘামবে না এবং পায়ে দুর্গন্ধও হবে না

কর্নফ্লাওয়ার রুপোর জিনিস ঝকঝকে করে তুলতে পারে। সমপরিমাণ জল এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি রুপোর ওপর হালকাভাবে ঘষুন। তারপর পরিষ্কার, নরম কাপড় দিয়ে মুছে ফেলুন