টুথপেস্টেই আছে হাজার সমস্যার সমাধান

26 September 2023

সকালে ঘুম থেকে উঠেই যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় তা হল টুথপেস্ট। তবে কেবল দাঁত পরিষ্কার করতেই এটি ব্যবহৃত হয় এমনটা নয়

সাংসারিক অনেক কাজে সহজেই সমস্যার সমাধান করে টুথপেস্ট। তাহলে, দেখে নিন দাঁতের যত্ন ছাড়া আর কোন কোন ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করতে পারেন

কাপে চা, কফির দাগ তুলতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। দাগযুক্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিলেই কাজ হবে। চামড়ার জুতোয় টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর, নরম শুকনো কাপড় দিয়ে ঘষে নিন। চকচক করবে জুতো

সিঙ্ক ও বেসিন পরিষ্কার করতেও টুথপেস্টের জুড়ি মেলা ভার। স্পঞ্জে মাজন লাগিয়ে সিঙ্ক ও বেসিনে ঘষে, ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এতে, নোংরা দাগও উঠবে, দুর্গন্ধও কাটবে। আয়নাও টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা যাবে

রাতে ঘুমোতে যাওয়ার আগে রঙিন টুথপেস্ট লাগিয়ে রাখুন ব্রণর উপরে। সকালে দেখবেন ব্রণর লালচে ভাব কমে গিয়েছে। তবে, আপনার ত্বক স্পর্শকাতর হলে এটা করবেন না

বাচ্চার বোতলে দুধের গন্ধ হলে, ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বোতলটি পরিষ্কার করুন এবং হালকা গরম জলে ধুয়ে নিন। এতে, বোতলও ফ্রেশ হবে এবং গন্ধও দূর হবে

 রান্না করার পরে হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ কাটানোর জন্য হাতে ভাল করে টুথপেস্ট লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ দূর হবে

সাদা জুতোর উপর কোনও দাগ লেগে থাকলে তার ওপর ভাল করে টুথপেস্ট ঘষে নিন। পরে, ভেজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিন

 রুপোর গয়না কালো হয়ে গেছে? নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তা দিয়ে আস্তে আস্তে রুপোর গয়নায় ঘষুন। এরপর, পাতলা কাপড় দিয়ে মুছে নিন