শীতকাল মানেই পা ফাটার সমস্যা। পা ফেটে দফারফা হয়ে যায় এই সময়। তাই এই সময় দরকার পায়ের বিশেষ যত্ন।
শীতে পায়ের যত্ন নিতে ব্যবহার করতে পারেন কিছু স্ক্রাব। ঘরে বানানো এ সব স্ক্রাব পা ফাটার সমস্যা থেকে মুক্তি দেয়। পাশাপাশি এগুলো ব্যবহার করলে পা হবে কোমল ও সুন্দর।
একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান নুন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার।
শীতকাল মানেই পা ফাটার সমস্যা। পা ফেটে দফারফা হয়ে যায় এই সময়। তাই এই সময় দরকার পায়ের বিশেষ যত্ন।
প্রথমে কলা চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তার পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। উপকার পাবেন।
একটি পাত্রে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার অ্যালোভেরার সঙ্গে মেশান ভেসলিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান।
শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। মিলবে উপকার।
প্রথমে চিনি মিহি করে গুঁড়ো করে নিন। একটি পাত্রে ৪ টেবিল চামচ চিনি দিন। তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার।
এ ছাড়া ব্যবহার করতে পারেন কফি ও ব্রাউন সুগার স্ক্রাব। একটা পাত্রে কফি নিন তাতে কয়েক ফোঁটা মধু মেশান। আর দিন ব্রাউন সুগার। এ বার তা দিয়ে স্ক্রাব করে নিন।