08 February 2024

চকচকে ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন পেঁপের ফেস প্যাক

credit: Pinterest

TV9 Bangla

সুন্দর ত্বক পেতে যত্ন করতেই হবে। তবে তার জন্য সবসময় দামী প্রসাধনী ব্যবহার করতে হবে এমনটা নয়। ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে পেঁপে। ত্বকের জন্য ভীষণই ভালো পাকা পেঁপে। তাই নানা ক্রিমে ব্যবহার করা হয় এই পাকা পেঁপে।

আপনি চাইলে সরাসরি পাকা পেঁপে মুখে লাগাতে পারেন। আর নইলে ব্যবহার করতে পারেন বাড়িতে বানানো কিছু ফেস প্যাক। কীভাবে বানাবেন এই ফেস প্যাক, জেনে নিন।

কয়েক টুকরো পাকা পেঁপে ম্যাস করে নিন। এর সঙ্গে লেবুর রস, মধু মিশিয়ে নিন। আপনি চাইলে চন্দনের গুঁড়ো অথবা মুলতানি মাটি মিশিয়ে নিতে পারেন।

মিশ্রণটি ভালো করে গুলে নিয়ে মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফল পাবেন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন মধু ও পেঁপের ফেস প্যাক। প্রথমে পাকা পেঁপে পেস্ট করে নিন। তাতে যোগ করুন কয়েক চামচ মধু। এ ছাড়া দিতে হবে দুধ। তবে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট ব্যবহারে অ্যালার্জি থাকলে দুধের পরিবর্তে মধুর পরিমাণ বাড়িয়ে দিন।

মধুতে হাইড্রেটিং উপাদান রয়েছে যা ত্বককে নরম এবং স্মুদ করে তোলে। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বক প্রাকৃতিকভাবে এক্সফলিয়েট করে।

কমলালেবুর সঙ্গে পাকা পেঁপে মিশিয়ে মাখলেও কাজ হবে। এক্ষেত্রে পেঁপে ও কমলালেবু একসঙ্গে পেস্ট করে নিন। এরপর তা মুখে লাগিয়ে নিলেই কাজ হবে।