04 March, 2024

পয়সাও বাঁচিয়ে বাড়িতেই বানান ফেস স্ক্রাব

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের যত্নে এক্সফ্লয়েশনের গুরুত্ব অনেক। ত্বকের ট্যান মেটাতে ও ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে এই পদ্ধতি।

তাই সপ্তাহে এক থেকে দু'দিন স্ক্রাব করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর জন্য যে বাজারচলতি স্ক্রাবের উপর ভরসা করতে হবে এমনটা নয়।

চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব। এই স্ক্রাব ব্যবহার করলে আরও ভাল ফল পেতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন এই স্ক্রাব।

কফি খুব ভাল স্ক্রাবের কাজ করে। এর জন্য একটি পাত্রে কফি পাউডার নিন। তাতে গরম জল দিন। প্যাকটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন।

এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন টকদই ও চিনি। একটি পাত্রে টকদই নিন। তাতে চিনির গুঁড়ো মেশান।

মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই স্ক্রাব ব্যবহার করলেই হবে।

এ ছাড়া ব্যবহার করতে পারেন মধু ও অ্যালোভেরা স্ক্রাব। একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিন। তাতে কয়েক চামচ মধু মেশান।

এ বার মিশ্রণটি ভাল করে গুলে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে , পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে।