10 February 2024

কলা দিয়েই তৈরি করে নিন ফেস মাস্ক

credit: Pinterest

TV9 Bangla

শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ উপকারী কলা। তাই অনেকেই ত্বকের পরিচর্চায় কলা ব্যবহার করেন। এর জন্য জানতে হবে সঠিক ব্যবহার।

কলার খোসা, যা সাধারণত ফেলে দেন অনেকেই। জানেন কি এই উপকরণ ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে? কলার খোসা সরাসরি যদি ব্রনযুক্ত স্থানে ব্যবহার করা যায় তাহলে উপকার পাবেন।

ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি কলার খোসা বলিরেখা, র‍্যাশ, চুলকানি, কালচে দাগছোপ- ত্বকের এইসব সমস্যাও দূর করে।

স্যান ট্যান দূর করতে সাহায্য করে কলার খোসা। কলার খোসার তৈরি ফেসপ্যাক ও ফেস মাস্ক ব্যবহার করলে ফল পাবেন। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।

 এই উপকরণ সান ড্যামেজ থেকে ত্বক রক্ষা করে। মধু, অলিভ অয়েল আর কলা মিশিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন ব্যানানা ফেস মাস্ক। ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।

রুক্ষ এবং শুষ্ক ত্বকের ক্ষেত্রে কলা সাহায্য করে ত্বক হাইড্রেটেড অর্থাৎ আর্দ্র রাখতে। কলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক মোলায়েম রাখে।

 অর্থাৎ কলা ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে । তাই কলা দিয়ে ফেসপ্যাক বা ফেসমাস্ক তৈরি করে তা ব্যবহার করতে পারেন। 

তারপর সেটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এ ছাড়া ত্বকের জ্বালাপোড়া ভাব দূর করতেও সাহায্য করে কলা।