11 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

বাথরুমকে করে তুলুন নতুনের মতো চকচকে

অপরিষ্কার বাথরুম মোটেই ভালো লাগে না। আর এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক। জলে আয়রন থাকলে তো কথাই নেই, মেজে ও টাইলসে হলদে ছোপ পড়তে খুব বেশি দিন সময় লাগে না।

মাঝেমাঝে সামান্য সময় খরচ করে শৌচালয় পরিষ্কার করে নিলেই আর খুব বেশি সমস্যা হয় না। তবে অনেকের কাছে বাথরুম পরিষ্কার মানেই ঝক্কির কাজ।

তবে সঠিক উপায় জানলে খুব সহজেই কী ভাবে শৌচালয়ের টাইলস পরিষ্কার করে নিতে পারবেন। জানুন তার জন্য কী করবেন।

বেকিং সোডা আর হাইড্রোজ়েন পারঅক্সাইড সমপরিমাণে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। মিশ্রণটি টাইলসের উপরে স্প্রে করে নিন।

আধ ঘণ্টার পর ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। হাতে একটা গ্লাভস পরে বেশ খানিকটা কাগজে বেকিং সোডা মাখিয়ে টাইলসের উপর ঘষলেও ঝকঝকে হয়ে যায়।

গরম জলে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই মিশ্রণ দিয়েও বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা দিয়ে ভাল করে টাইলসে মাখিয়ে রাখুন।

এ বার ব্লিচিং পাউডারের মিশ্রণ স্প্রে করে ভাল করে ঘষে নিন। মিনিট ১৫-এ ঝাঁ চকচকে হয়ে যাবে বাথরুমের টাইলস।টাইলস পরিষ্কার করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। ভিনিগার দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ক্লিনার। 

জল ও ভিনিগার সমপরিমাণে মিশিয়ে নিন। স্প্রে বোতল মিশ্রণটি ভরে টাইলসের উপরে স্প্রে করে নিন। আধ ঘণ্টার পর ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন ঝকঝক করছে বাথরুম।