শীতে ত্বকের বেহাল অবস্থা? রুক্ষ ত্বক হারিয়েছে জেল্লা? আর দেরী নয়, এ বার ত্বকের হাল ফেরাতে প্রয়োজন বাড়তি যত্ন।
যত্ন মানেই যে নামীদামি প্রসাধনী ব্যবহার করতে হবে এমনটা নয়। হেঁশেলে উপস্থিত জিনিসে এক্ষেত্রে ভরসা রাখতে পারেন আপনি।
আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মুসুর ডাল। এই ডাল ভীষণ ভালো এক্সফ্লয়েটরের কাজ করে। পাশাপাশি ত্বকের রুক্ষতার সমস্যা মেটায়।
ত্বকের জেল্লা বাড়াতেও মুসুর ডালের জুড়ি নেই। এ বার জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে। রইল কয়েকটি মুসুর ডালের ফেস প্যাকের হদিশ।
সপ্তাহে এক থেকে দু'দিন ত্বক এক্সফোলিয়েট করলে মুখের উপরিভাগে জমে যাওয়া মৃত কোষ উঠে গিয়ে উজ্জ্বল কোমল ত্বক বেরিয়ে আসে।
মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু’ চাচামচ দুধ মিশিয়ে থকথকে করে মুখে সমানভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ঘষে ঘষে মাসাজ করতে হবে।
মিনিট দুই ঘষার পর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে। দুধ ত্বককে কোমল আর নরম রাখবে। আর মুসুর ডাল ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
মুসুর ডাল বাটার সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। নিয়মিত করলে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।