যে কোনও মরসুমেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। আর শীতে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তার জন্য স্ক্রাব করা জরুরি।
ত্বক এক্সফ্লয়েট করলে মৃত কোষ দূর হয়। চামড়ায় জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে এই স্ক্রাব। এক্ষেত্রে যে সবসময় বাজারচলতি স্ক্রাব ব্যবহার করতে হবে এমনটা নয়।
বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব। জানেন কি স্ক্রাব হিসেবে দুর্দান্ত কার্যকরী ওটস? এতে উপস্থিত উপাদান ত্বক এক্সফ্লয়েট করতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন? এর জন্য একটি পাত্রে ওটস গুঁড়ো করে নিন। এ বার তাতে টকদই মেশান। মিশ্রণটি ভালো করে গুলে নিন।
এরপর মুখ ভালো করে ধুয়ে তা স্ক্রাবের মতো করে প্রয়োগ করুন। এরপর ২০ মিনিট মতো রেখে মুখ ধুয়ে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন ওটস ও দুধের স্ক্রাব। এই স্ক্রাব ত্বক উজ্জ্বল করতে দারুণ সাহায্য করে। এই স্ক্রাব বানাতে প্রথমে ওটস গুঁড়ো করে নিন।
এ বার তাতে কয়েক চামচ মধু দিন। মিশ্রণটি ভালো করে গুলে নিন। এরপর গোটা মুখে লাগিয়ে ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
ওটস ও দুধের স্ক্রাব ব্যবহার করলেও কাজ হবে। একইভাবে ওটস গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন।