17 January 2024

টয়লেটকে ঝকঝকে করুন এই উপায়ে

credit: Pinterest

TV9 Bangla

নোংরা বাথরুম পরিষ্কার করা অত্যন্ত কঠিন একটি কাজ। অপরিষ্কার বাথরুম থেকে বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে তাই  বাথরুম পরিষ্কার রাখাটা খুবই জরুরি।

 বেশিরভাগ মানুষই বাথরুম পরিষ্কার করলেও টাইলসের গায়ে জমে থাকা ময়লা তুলতে ভুলে যান। ধীরে ধীরে এই ময়লা জমে টাইলসের চকচকে ভাব হারিয়ে যায়।

তবে ৩ এমন ঘরোয়া উপাদান আছে যাতে মুহূর্তে ঝকঝক করবে বাথরুম। এই ৩ উপাদান থেকে তৈরি মিশ্রণ  একেবারে নতুনের মতো করে তুলবে বাথরুমের টাইলস।

বাথরুম পরিষ্কার করতে একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করতে হবে । এর জন্য ১ চামচ বেকিং পাউডারের সঙ্গে ২ চামচ ডিটারজেন্ট পাউডার মেশাতে হবে।

এরপর বাথরুম ক্লিনারের সঙ্গে এই বিশেষ মিশ্রণ দিয়ে একসঙ্গে বাথরুমের টাইলসে ঘষতে হবে। দেখবেন চকচক করছে বাথরুম।

বেকিং সোডা জেদি দাগ পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর। অতএব, বেকিং পাউডারের মিশ্রণ বাথরুমের টাইলসগুলিকে নতুনের মতো উজ্জ্বল করতে পারে।

যেকোনও বাথরুম ক্লিনারে অ্যাসিড থাকে, যা জেদি দাগ সহজেই দূর করে দেয়। তাই বেকিং সোডা ও ডিটারজেন্টের সঙ্গে বাথরুম ক্লিনার মেশালে একেবারে ঝকঝক করবে বাথরুম।

 তবে এই মিশ্রণ সরাসরি হাতের ত্বকে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই বাথরুম পরিষ্কার করার আগে গ্লাভস পরে নিতে হবে।