17 January 2024

কলার খোসার গুণ জানলে আর ফেলবেন না

credit: Pinterest

TV9 Bangla

গুণের শেষ নেই কলার। তাই নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে বেশিরভাগ মানুষই কলা খেয়ে খোসা ফেলে দেন।

কারণ তাঁরা জানেনই না যে এই খোসার যে কত গুণ। অকাজের কলার খোসার গুণ জানলে আর ফেলবেন না। এ বার জানুন কোন কাজে লাগাতে পারবেন এই খোসা।

সার হিসেবে দুর্দান্ত কাজ করে কলার খোসা।  কলা খেয়ে খোসা না ফেলে দিয়ে তা জলে ভিজিয়ে রাখুন।  দু'দিন পর সেই জল গাছের গোড়ায় দিয়ে দিন।

এ ছাড়া রোদে শুকিয়ে কলার খোসা গুঁড়ো করে নিলেও কাজ হবে। এই গুঁড়ো গাছে  সার হিসেবে ব্যবহার করুন। ফল পাবেন।

দাঁতের হলদেভাব তুলতেও সাহায্য করে কলার খোসা। দাঁতে কলার খোসা ঘষে নিন। দেখবেন দূর হবে দাগছোপের সমস্যা।

এ ছাড়া ত্বকের রুক্ষতা দূর করতেও সাহায্য করে কলার খোসা। এই খোসার ভিতরের অংশ ব্যবহার করলে ত্বক হবে মোলায়েম ও সুন্দর।

ব্রণর সমস্যা মেটাতেও সাহায্য করে কলার খোসা। ব্রণর দাগ মেটাতে এই খোসার জুড়ি নেই। খোসার ভিতরের নির্যাস ব্রণযুক্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই কাজ হবে।

চুলের সমস্যা মেটাতেও সাহায্য করে এই কলার খোসা। চুলের আর্দ্রতা ফেরাতে ও চকচকে ভাব আনতে সাহায্য করে। কলার খোসা বেটে মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন।