11February 2024

টকদইয়ের গুণে ত্বকে পান সোনার জেল্লা

credit: Pinterest

TV9 Bangla

টক দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা সবারই জানা। তবে দই যে শুধুমাত্র শরীরেরই উপকার করে তা নয়, ত্বকের পরিচর্যাতেও দই ব্যবহার করা যায় অনায়াসে।

ত্বকের নানা সমস্যায় খুব ভালো কাজ করে টক দই। কিন্তু তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার। জেনে নিন কীভাবে তৈরি করবেন দইয়ের ফেসপ্যাক।

দই এবং মধুর ফেসপ্যাক ব্যবহার করে দেখতে পারেন। এই ফেসপ্যাক সাধারণ এবং শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। এক টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান।

 ২০ মিনিট পর ঠান্ডা জল মুখ ধুয়ে ফেলুন। মধুতে রয়েছে ময়েশ্চারাইজিং এবং থেরাপিউটিক বৈশিষ্ট্য। এই ফেসপ্যাক ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ করে।

দই এবং বেসনের ফেসপ্যাকও ব্যবহার করে দেখতে পারেন। তৈলাক্ত এবং সাধারণ ত্বকের জন্য খুবই উপকারী এই ফেসপ্যাক। এক টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান।

শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা ফেরায়। ত্বকে তৈলাক্ততার সমস্যাও কমায়।

দই এবং হলুদের এই ফেসপ্যাক সব ধরনের ত্বকের জন্যই ভালো। আধা চা চামচ হলুদ পরিমাণমতো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

 হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার করে এবং উজ্জ্বলতা বাড়ায়।