05 February 2024

রান্নাঘরকে নতুনের মতো ঝকঝকে করার উপায়

credit: Pinterest

TV9 Bangla

রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার না থাকলে মাথা খারাপ হয়ে যায়, এমন মানুষ আমার আপনার আশেপাশে কম নেই। অনেকের কাছে আবার রান্নাঘর পরিষ্কার করাটা বিশাল ঝক্কির কাজ।

এই দুই দলের কথা মাথায় রেখেই রইল কিছু টিপস, যার সাহায্যে খুব সহজেই রান্নাঘর পরিষ্কার করে নিতে পারবেন আপনি। কী সেগুলি? আসুন দেখে নেওয়া যাক।

ফ্রিজ পরিষ্কার করতে সাদা ভিনেগার ব্যবহার করুন। এতে ফ্রিজের ভেতরের সব বাজে গন্ধ দূর হবে। আর ফ্রিজ হবে নতুনের মতো ঝকঝকে।

এ ছাড়া ফ্রিজ পরিষ্কার করার জন্য একটি মিশ্রণ তৈরি করুন, যাতে জল এবং সোডিয়াম বাইকার্বনেট রয়েছে। এতে ফ্রিজের গন্ধ দূর হবে।

রান্নাঘরের বেসিন বা সিঙ্ক পরিষ্কার করতে ব্যবহার করুন বেকিং সোডা। বেসিনে বেকিং সোডা ছড়িয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে ব্রাশ দিয়ে ঘষে নিন। দেখবেন সমস্ত ময়লা দূর হবে। শুধু তাই নয়, গায়েব হলে জলের দাগও।

একইভাবে সিঙ্ক পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন ভিনিগার। যেকোনও ধরনের জিনিস পরিষ্কার করতে এর জুড়ি নেই।

ফ্রিজ থেকে সিঙ্ক কিংবা রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন ভিনিগার। এর জন্য যা পরিষ্কার করতে চান তাতে ভিনিগার ছড়িয়ে রাখুন।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে নিলেই নতুনের মতো চকচক করবে। আর দূর হবে তেলচিটে ভাবও।