বাথরুমের টাইলস ঝকঝকে করুন এভাবে

12 September 2023

বাথরুম পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। কারণ নোংরা বাথরুম থেকে হাজার রোগ ছড়ায়। আর নিত্য ব্যবহারের ফলে খুব স্বাভাবিকভাবেই নোংরা হয় বাথরুম

নিত্য ব্যবহারের ফলে টয়লেটের টাইলসে নোংরা পড়ে, লাল হয়ে যায়। এই নোংরা লাল টাইলস দেখতে মোটেই ভাল লাগে না। অনেক ঘষে মেজেও কোনও উপকার হচ্ছে না?

তাহলে এবার ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। এমন কিছু সহজ উপায় রয়েছে যা মানলে ঝকঝক করবে বাথরুমের টাইলস। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

বাথরুমের টাইলস পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। যে কোনও জিনিসই বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে দারুণ ফল পাওয়া যায়। তেমনই বাথরুমের টাইলসও ঝকঝক করে এই উপায় মানলে

তার জন্য টাইলসের মধ্য়ে বেকিং সোডা ছড়িয়ে রেখে দিন। ১ ঘণ্টা রাখতে পারলে ভাল। এবার ভাল করে ঘষে বাথরুম পরিষ্কার করে নিলেই কাজ শেষ। আর কিচ্ছু করতে লাগবে না

বেকিং সোডার সঙ্গে সাদা ভিনিগার মেশাতে পারলে আরও ভাল ফল পাওয়া যায়। এর জন্য বেকিং সোডার সঙ্গে সাদা ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে টাইলস ঘষে নিলেই মিলবে ফলাফল

টাইলস পরিষ্কার করার একটি দুর্দান্ত উপায় হল নুন। সারারাত নোংরা টাইলসে লবণ ছড়িয়ে রাখুন। সকালে উঠে পরিষ্কার করে নিন। এতে বাথরুমে থাকা জীবাণুও বিনাশ হবে

নুনের সঙ্গে যদি লেবু মেশাতে পারেন তাহলে আরও দ্রুত ফল পেতে পারেন। এছাড়া বাজার চলতি টয়লেট ক্লিনার ব্যবহার করেও দেখতে পারেন