20 January 2024
মাখনের মতো বডি পেতে মাস্ট যে সব স্ক্রাব
credit: Pinterest
TV9 Bangla
শীতে খসখস করছে গা-হাত পা? হবেই তো। কারণ এই সময় আবহাওয়ার কারণে ত্বকের বারোট বাজে। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন।
তার জন্য যে পার্লারে ছুটতে হবে তা নয়। ঘরোয়া উপায়েও যত্ন নিতে পারেন ত্বকের। আর ত্বকের যত্ন নিতে স্ক্রাবের প্রয়োজন।
মুখের পাশাপাশি গোটা শরীরে স্ক্রাব করা জরুরি তা জানেন কি? তাতে ত্বক পরিষ্কার হয়। পাশাপাশি মৃত কোষ অপসারিত হয়।
বাজার চলতি বডি স্ক্রাব ব্যবহার না করে বাড়িতেই বানিয়ে নিন বডি স্ক্রাব। এর জন্য বেশি কিছু লাগবে না। জানুন কীভাবে বানাবেন।
একটি পাত্রে কফি নিন। এতে চিনি মেশান। সামান্য টোনার দিয়ে গুলে নিন মিশ্রণটা। এ বার তা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিন। ফল পাবেন।
এ ছাড়া টকদই দিয়েও স্ক্রাব করতে পারেন। একটি পাত্রে টকদই নিন। তাতে ওটসের গুঁড়ো মেশান। তা দিয়ে স্ক্রাব করে নিলেই কাজ শেষ।
তা ছাড়া টকদইয়ের সঙ্গে মধু ও বেসন মিশিয়ে মাখলেও কাজ হবে। এতে ত্বক পরিষ্কার হবে ও শুষ্কতার সমস্যাও মিটবে।
এই ধরনের স্ক্রাব ব্যবহারের পর ভুলেও সাবান মাখবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। দু'দিন পর সাবান ব্যবহার করাই ভালো।
আরও পড়ুন