খুশকির সমস্যা মানুষের সারাবছরের। শীত হোক কিংবা গ্রীষ্ম, খুশকি যেন পিছনই ছাড়তে চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করণীয়?
খুশকি তাড়ানোর দারুণ কিছু ঘরোয়া উপায় রয়েছে। হাতের সামনে থাকা কয়েকটি জিনিস দিয়েই দূর করতে পারবেন খুশকি।
রান্নায় স্বাদ আনতে রসুনের জুড়ি মেলা ভার। পাশাপাশি, রসুন খুশকি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। তবে মাথায় রসুন ব্যবহারের পদ্ধতিটি জেনে নিতে হবে।
কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে অলিভ অয়েলের সঙ্গে গরম করে নিন। ঠান্ডা হলে স্ক্যাল্পে ভাল করে মালিশ করে নিন।
রসুনের গন্ধ খুব ঝাঁঝালো হয়। তাই শুধু জল দিয়ে চুল ধুলে হবে না। রসুন-তেল মাথায় মেখে শ্যাম্পু করে নেওয়াই ভাল।
চুলের খেয়াল রাখতে নারকেল তেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারকেল তেল খুশকি দূর করতেও সাহায্য করে। কিন্তু নারকেল তেল কী ভাবে ব্যবহার করলে তবেই সমাধান পাবেন, তা জেনে নেওয়া জরুরি।
স্নানের আধ ঘণ্টা আগে নারকেল তেল মাথায় মালিশ করুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ভাল করে নারকেল তেল ব্যবহার করলেই খুশকি দূর হবে।
এ ছাড়া নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মাখলেও কাজ হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করে দেখুন। ফল পাবেন।