05 March, 2024
সিগারেট খেয়ে ঠোঁটে কালো দাগ? মিটবে ঘরোয়া উপায়ে
credit: Pinterest
TV9 Bangla
গোলাপি, সুন্দর ঠোঁট কে না চান। তবে অনেকসময় যত্নের অভাবে বা অন্যান্য কারণে ক্রমশ কালো হয়ে যায় ঠোঁট।
বিশেষ করে যাঁরা ধূমপান করেন তাঁদের এই সমস্যা বেশি হয়। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি?
এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে পাতিলেবু। এক টুকরো লেবুতেই কাজ হবে।
লেবু টুকরো করে কেটে নিন। এ বার স্নানের আগে লেবুর টুকরো ঠোঁটে ভাল করে ঘষে নিন। দেখবেন কাজ হবে।
এ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মধু। এক চামচ মধু নিন। তাতে চিনি দিন। এই উপাদান একসঙ্গে মিশিয়ে তা দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।
রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগিয়ে নিলেও কাজ হবে। তাতে ঠোঁচের সাধারণ রঙ ফিরে আসবে দ্রুত।
এমনকী এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নারকেল তেল। হাতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ঠোঁটে মালিশ করে নিন।
পাশাপাশি ঠোঁটে হলুদ ও দুধ মালিশ করলেও কাজ হবে। একটি পাত্রে দুধের সঙ্গে এক চামচ হলুদ মেশান। এ বার এই উপাদান ঠোঁটে ঘষে নিন। কাজ হবে।
আরও পড়ুন