বর্ষায় মোজা পরলেই পায়ে দুর্গন্ধ? জানুন সমাধান+

22 August 2023

অনেকেই জুতোর সঙ্গে নিয়মিত মোজা ব্যবহার করেন। এর যেমন সুবিধা আছে তেমনই রয়েছে অসুবিধাও

কারণ বর্ষায় মোজা পরার কারণে পায়ে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধের ফলে অনেকসময়ই সকলের সামনে বিব্রতকর পরিস্থতিতে পড়তে হতে পারে

পায়ের দুর্গন্ধ মূলত ব্যাকটেরিয়া এবং ঘামের কারণে হয়। ঘাম হলে কিছু ছত্রাক বাসা বাঁধে। যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়

 কীভাবে নিস্তার পাবেন এই সমস্যা থেকে? ছোটোখাটো ঘরোয়া উপায়েই রয়েছে এর সমাধান। জানুন...

এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে ল্যাভেন্ডার অয়েল। এই তেলের সুগন্ধেই দূর হবে সমস্য়া

কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল নিলে পায়ে ভাল করে মালিশ করে নিন। এরপর মোজা পরুন। দেখবেন আর কোনও দুর্গন্ধ হবে না

বালতিতে বা গামলায় গরম জল নিয়ে তাতে হাফ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মেশান। তারপর ১০-১৫ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন

 পায়ের দুর্গন্ধের সমস্যা অনেকটাই কেটে যাবে। ভিনেগারে থাকা অ্যাসিড গন্ধকে প্রতিরোধ করে, যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে।

পায়ের দুর্গন্ধ দূর করতে আপনি কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। কর্নস্টার্চ ঘাম শোষণ করে এবং আপনার পা সুরক্ষিত রাখে