সোনা কিনতে আর ঠকবেন না, রইল উপায়
05 September 2023
সোনার উপর মেয়েদের একটা আলাদা টান থাকে। তাই নিত্য নতুন সোনার গয়না কিনতে পছন্দ করেন তাঁরা
তবে সোনার গয়না কিনতে গিয়ে অনেকেই ঠকে যান। কারণ খাঁটি সোনা চেনা বড় কঠিন কাজ। যেটা সবাই পারেন না
তবে বেশ কিছু সহজ উপায় রয়েছে যা মানলে আপনিও চিনতে পারবেন আসল সোনা। তাই আর যদি ঠকতে না চান তবে জেনে নিন কিছু টিপস...
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে আপনি সাদা ভিনেগারের সাহায্যও নিতে পারেন। এর জন্য সোনার ধাতুতে কয়েক ফোঁটা ভিনেগার দিন
এ কারণে আসল সোনার রঙ একই থাকবে। ভিনেগারের সংস্পর্শে আসা মাত্রই নকল সোনার রং বদলাতে শুরু করবে
আপনি সোনা পরীক্ষা করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এর জন্য সোনাকে হালকাভাবে আঁচড়ে নিন। তারপর তার উপর নাইট্রিক অ্যাসিড লাগান
এই পরিস্থিতিতে, নাইট্রিক অ্যাসিড আসল সোনার উপর কোন প্রভাব ফেলবে না। অন্যদিকে নকল সোনার ওপর অ্যাসিড লাগালেই তার রং বদলে যাবে
আসল সোনা শনাক্ত করতে সাহায্য নিতে পারেন জলের। সোনার গয়না একটি পাত্রে ডুবিয়ে দিন
যদি দেখেন গয়না জলে ডুবে যাচ্ছে তাহলে বুঝবেন সেটি আসল। আর যদি না ডোবে তাহলে বুঝতে হবে সেটি নকল
আরও পড়ন